অভিমানদম্ভাকিদং ত্যাজ্যম্ ||৬৪||
অভিমান, দম্ভ ইত্যাদি ত্যাগ করা উচিৎ (এর আগের সূত্রে বলা হয়েছে যে,
নারী-ধন-সম্পত্তি-নাস্তিক-বৈরী ইত্যাদির প্রসঙ্গ করা উচিৎ নয়, কিন্তু এরূপ ত্যাগে
মনে অভিমান বা অহংভাব যেন না আসে, অভিমান সাধকের পতনের হেতু। এইপ্রকার দম্ভও ত্যাগ
করতে হয়। দাম্ভিক ব্যাক্তির সাধনপথ রুদ্ধ হয়ে যায়)
No comments:
Post a Comment