Thursday, 31 December 2015

শ্লোক ৪৭

যো বিবিক্তস্থানং সেবতে, যো লোকবন্ধমুল্মূলযতি, নিস্ত্রৈগুণ্যো ভবতি, যোগক্ষেমং ত্যজ্যতি ||৪৭||


যে নির্জন স্তানে বসবাস করে (একান্তে থাকে), যে লৌকিক বন্ধন ছিন্ন করে দেয় (একান্তে থাকলে স্বতঃই লোকিক বন্ধন ছিন্ন হয়), যে ত্রিগুণাতীত হয়ে যায় (স্বত্ত্বঃ, রজ ও তম এই তিনগুণের পার হয়), এবং যে যোগ এবং ক্ষেম পরিত্যাগ করে (অপ্রাপ্তি বিষয় প্রাপ্ত করার ইচ্ছা এবং প্রাপ্তবস্তু সংরক্ষণের কামনা ত্যাগ করে)।

No comments:

Post a Comment