কামক্রোধমোহস্মৃতিভ্রংশবুদ্ধিনাশসর্বনাশকারণাত্বাৎ ||৪৪||
কারণ এইটি (দুঃসঙ্গ) কাম, ক্রোধ, মোহ, স্মৃতিভ্রংশ, বুদ্ধিনাশ এবং সর্বনাশের
কারণ (মানুষের চিত্ত অধিক সময় যে সংসারিক বিষয়টি নিয়ে চিন্তা করে তাতেই তার আসক্তি
বৃদ্ধি পায়, এই আসক্তি থেকে জন্মায় কামনা, তার বৃদ্ধিতে উৎপন্ন হয় ক্রোধ, ক্রোধ
থেকে মোহ, মোহ হতে হয় স্মৃতিভ্রংশ, স্মৃতিভ্রংশ হলে বুদ্ধিনাশ পায় এবং বুদ্ধিনাশ
হলে সর্বনাশ হয়)।
No comments:
Post a Comment